ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মগবাজার এক্সচেঞ্জের ৫২২২ টেলিফোন নম্বর পরিবর্তন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
মগবাজার এক্সচেঞ্জের ৫২২২ টেলিফোন নম্বর পরিবর্তন

ঢাকা: কারিগরি কারণে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের “৯৩xxxxx” গ্রুপের ৫ হাজার ২২২টি নম্বর আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে আট ডিজিটের নম্বরে পরিবর্তন করা হবে বলে জানিয়েছে বিটিসিএল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিটিসিএলের জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান, গ্রাহকদের প্রতিটি নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেলিফোনে পরিবর্তিত নম্বর জানিয়ে দেওয়া হবে।

নম্বর পরিবর্তন সম্পর্কে জানতে গ্রাহকদের বিটিসিএলের কল সেন্টার ‘১৬৪০২’ তে অথবা অফিস চলাকালীন ০২-৫৮৩১২২৩৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এছাড়া, পুরাতন ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েবসাইটে (www.btcl.com.bd) দেওয়া আছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।