ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালিংকে ‘ডাক্তারভাই’ দেবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
বাংলালিংকে ‘ডাক্তারভাই’ দেবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

ঢাকা: দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বাংলালিংক ও হেলথকেয়ার ইনফরমেশন সিস্টেম লিমিটেটের (এইচআইএসএল) যৌথ উদ্যোগে পরিচালিত স্বাস্থ্যসেবা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ডাক্তারভাই’-এর সব প্রিমিয়াম সেবা বাংলালিংক গ্রাহকদের বিনামূল্যে দেওয়া হচ্ছে।

করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গ্রাহকদের নিরাপদে রাখার উদ্দেশে বাংলালিংক এরইমধ্যে এটিসহ বেশকিছু সংখ্যক উদ্যোগ নিয়েছে বলে বৃহস্পতিবার (২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় অপারেটরটি।

বাংলালিংক গ্রাহকরা ‘ডাক্তারভাই’ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ৬১টি জেলার ৩০০টিরও বেশি হাসপাতালে চিকিৎসাসেবার ওপর ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় এবং ইউনাইটেড হাসপাতালের বিশেষ হেলথ স্ক্রিনিং প্যাকেজের ওপর ৩০ শতাংশ মূল্যছাড় পাবেন।

 

‘আস্ক এ ডক্টর’ সেবাটি বিনামূল্যে ব্যবহার করে বাংলালিংক গ্রাহকরা স্বাস্থ্যবিষয়ক সাধারণ প্রশ্ন্‌ও করতে পারবেন চিকিৎসকদের কাছে।  

এছাড়া তারা আড়াই হাজারেরও বেশি চিকিৎসকের (ইউনাইটেড হাসপাতালের সব চিকিৎসকসহ) অ্যাপয়েন্টমেন্ট পাবেন বিনামূল্যে। এর পাশাপাশি হেলথ রেকর্ডস্‌ ট্র্যাকিং, হেলথ ডিরেক্টরি, হেলথ ব্লগস্‌, মেডিসিন রিমাইন্ডার ইত্যাদি সেবাগুলো আগের মতোই বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকছে।

সেবাগুলো পেতে বাংলালিংক গ্রাহকদের গুগল প্লেস্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘ডাক্তারভাই’ অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা ওয়েবসাইট (https://daktarbhai.com/.) ভিজিট করতে হবে।  

বিশেষ সুবিধাগুলো বিনামূল্যে পাওয়া যাবে ৩১ মে পর্যন্ত।

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘এ সঙ্কটকালীন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবার গুরুত্ব বিবেচনা করে আমরা সব বাংলালিংক গ্রাহককে বিনামূল্যে প্রিমিয়াম সেবাগুলো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গ্রাহকদের নিরাপত্তাকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি, এবং এ মুহূর্তে ডিজিটাল উদ্যোগের মাধ্যমে তাদের সহায়তা দিতে আমরা প্রস্তুত রয়েছি। আশা করছি, গ্রাহকদের জন্য আমাদের গৃহীত পদক্ষেপগুলো এ পরিস্থিতিতে তাদের যথাসময়ে স্বাস্থ্যসেবার সুবিধা পেতে সাহায্য করবে। ’

‘ডাক্তারভাই’ প্ল্যাটফর্মের সহপ্রতিষ্ঠাতা রায়হান শামসি বলেন, ‘কোভিড-১৯ সারা বিশ্বে মহামারি অবস্থা সৃষ্টি করেছে। দেশের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসকের ঘাটতি দেখা দিচ্ছে। এ পরিস্থিতিতে এইচআইএসএল ও বাংলালিংক দুই মাসের জন্য সব বাংলালিংক গ্রাহককে এ প্রিমিয়াম সেবাগুলো বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরও বেশি কার্যকর উপায়ে মানুষকে স্বাস্থ্যসেবা দিতে পেরে আমরা গর্বিত। ’

একটি সামাজিকভাবে দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক গ্রাহকদের সঙ্কটকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় সুবিধা দেওয়ার মাধ্যমে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০ 
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।