ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল+ ফেসবুক = সামাজিক যুদ্ধ

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১২
গুগল+ ফেসবুক = সামাজিক যুদ্ধ

বিদায়ী বছরের গবেষণায় ফেসবুকের চেয়ে এগিয়ে গেছে গুগল। কিন্তু এ দ্বন্দ্বটার এখানেই শেষ নয়।

গুগল কিংবা ফেসবুক কেউ কারও চেয়ে পিছিয়ে থাকতে নারাজ। নতুন বছরে তাই নতুন যুদ্বের আশঙ্কাই করছেন সামাজিক বিশেষজ্ঞেরা। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ বছরের মধ্যভাগে এসে ফেসবুক বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে শেয়ারবাজারের আইপিভুক্ত হবে। এ প্রতিযোগিতায় এ বছর গুগল তার গুগল+ সামাজিক সাইট নিয়ে আরও বেশি বাজার এবং ডিজিটাল বিজ্ঞাপন প্রচারণায় মাঠে নামবে। এ যাত্রায় ফেসবুকও মোটেও পিছিয়ে থাকার পাত্র নয়।

২০১২ সালে এ সামাজিক প্রতিযোগিতায় গুগলের সামাজিক গুগল+ বাটন মোটেও ঝিমিয়ে থাকবে না। বিশ্লেষকেরা বলছেন, গত কবছর ধরে ফেসবুক একচ্ছত্রভাবেই সামাজিক নেটওয়ার্ক সংস্কৃতিতে আধিপত্য বজায় রেখেছে। কিন্তু ২০১১ সালে মধ্যভাগে গুগল+ এর সামাজিক তান্ডবে ফেসবুক বড় ধরনের ধাক্কাই খেয়েছে।

নতুন এ বছরে স্মার্টফোন এবং মোবাইল অ্যাপ সবচে বেশি বাজার অস্থিরতা তৈরি করবে বলে বিশেষজ্ঞেরা আগাম ঘোষণা দিয়েছেন। এটি এ সংস্তৃতির জন্য ইতিবাচক।

তবে শীর্ষ দু প্রযুক্তি উদ্ভাবকের এমন লড়াইয়ে সামাজিক সংস্কৃতি কতটা ইতিবাচক হবে তা নিয়ে চলমান দ্বন্দ্বটা মোটেও স্থির নয়। এ প্রতিযোগিতায় টুইটার তৃতীয় পক্ষ হিসেবে একেবারে নীরব অবস্থান নেবে না এ বিষয়টিকে পর্যলোচনায় রেখেছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞেরা।

বাংলাদেশ সময় ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।