ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নকিয়ার নতুন সভাপতি রিস্তো

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২
নকিয়ার নতুন সভাপতি রিস্তো

বিশ্বের শীর্ষস্থানীয় মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়া অনেকদিন থেকেই সভাপতি পদশূন্য। তবে অচিরেই এ শূন্যপদ আর শূন্য থাকছে না।

নকিয়ার পরিচালনা কর্তৃপক্ষ এরই মধ্যে সভাপতির পদে সর্বসম্মতিক্রমে রিস্তো সিল্লাসমার নাম ঘোষণা করেছে। এ মাসের শেষেই নকিয়ার পরিচালনা পর্ষদের সভায় রিস্তোকে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

গত মে থেকে জোরমা অল্লিলা পদত্যাগ করলে এ পদ শূন্য হয়। রিস্তো সিল্লাসমার বয়স ৪৫। ২০০৮ সাল থেকে তিনি নকিয়ার পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্য। নকিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রাথমিক বিনিয়োগকারীদের মধ্যে রিস্তো সিল্লাসমা অন্যতম।

নকিয়ার শীর্ষ মুখপাত্র জানান, সবশেষ শেয়ার মালিকদের বৈঠকে নকিয়ার সভাপতি হিসেবে রিস্তোর নাম প্রস্তাব করা হয়। এ প্রস্তাবটি তাৎক্ষণিক পরিচালনা কর্তৃপক্ষ কোনো ধরনের অসম্মতি জ্ঞাপন না করেই চূড়ান্ত করে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

বাংলাদেশ সময় ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।