ঢাকা: মঙ্গল গ্রহে জমি কিনেছেন এক বাঙালি তরুণ। পেয়েছেন কেনা জমির দলিলও।
ভারতীয় গণমাধ্যম জি নিউজ বলছে, মাত্র তিন হাজার ভারতীয় রুপি দিয়ে মঙ্গলে এক একর জমি কিনেছেন শৌনক। শৌনক সশরীরে মঙ্গলে যেতে পারবেন কি না তা নিশ্চিত না হলেও তার একটি চিপ পৌঁছেছে মঙ্গলে।
একটি বেসরকারি সংস্থায় কর্মরত শৌনকের চিপটি মঙ্গল গ্রহে পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’।
জানা গেছে, ২০২৪ সালে চাঁদে লোক পাঠানোর পরিকল্পনা করছে নাসা।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
এসএইচএস/এএটি