ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এসেছে ওরাকল ‘বিগ ডাটা’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২
এসেছে ওরাকল ‘বিগ ডাটা’

সুবিশাল ডিজিটাল তথ্য গুচ্ছকে সাজানো, প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণের জন্য ওরাকলের ‘বিগ ডাটা অ্যাপলায়েন্স’ এখন বাজারে পাওয়া যাচ্ছে। এ সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকরা সর্বোচ্চ ব্যবসায়িক সুবিধা উপভোগ করতে পারবেন।



যারা ওরাকল বিগ ডাটা সংযোগ সফটওয়্যারে যুক্ত আছেন তাদের জন্য বিগ ডাটা অ্যাপলায়েন্স সব ধরনের তথ্যভিত্তিক সমাধান দিতে সক্ষম। যেহেতু একটি মাত্র সফটওয়্যার দিয়েই সব ধরনরে তথ্য সংক্রান্ত সমস্যা সমাধান করা সম্ভব। এতে খরচটাও অনেকাংশেই নিয়ন্ত্রণে চলে আসবে।

এ অ্যাপলায়েন্সটি সম্পর্কে ওরাকলের ডাটা ওয়্যারহাউজিং টেকনোলজিসের সহসভাপতি সিটিন ওজবাটান জানান, ওরাকল এক্সাডাটা, এক্সালিটিক্স, এক্সালজিক ইলাস্টিক ক্লাউডের সমন্বয়ে ওরাকল বিগ ডাটা অ্যাপলায়েন্স বহুমাত্রিক তথ্যগুলোর সমন্বয় করতে পারে। এ ছাড়াও বিদ্যমান তথ্যগুলোর সাহায্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করার কাজটি সহজবোধ্য হবে।

বাংলাদেশ সময় ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।