ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন পর্ষদে মাইক্রোম্যাক্স

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১২
নতুন পর্ষদে মাইক্রোম্যাক্স

এ মুহূর্তের আলোচিত ব্র্যান্ড মাইক্রোম্যাক্স তাদের আন্তর্জাতিক ব্যবস্থাপনা পর্ষদকে আরও শক্তিশালী করতে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছেন। এ উদ্যোগে মাইক্রোম্যাক্সের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন দীপক মেহরোত্রা।



এরই মধ্যে মাইক্রোম্যাক্স ফিচারভিত্তিক মোবাইল ফোন তৈরিতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এ ছাড়াও স্মার্টফোনের তীব্র প্রতিযোগিতামূলক বাজারেও এ ব্র্যান্ডটি নিজের উপস্থিতি সুনিশ্চিত করেছে।

এ উদ্দেশ্যে মাইক্রোম্যাক্স দুটি ভিন্ন অবয়ব তৈরি করেছে। এ ব্র্যান্ডের ফিচার ফোন ডিভিশন হেড হিসেবে যোগ দিয়েছেন খাজা মুজাফরুল্লাহ। অন্যদিকে স্মার্টফোন বিভাগ পরিচালনা করবেন অজয় শর্মা।

বাণিজ্যিক গতি বাড়াতে মাইক্রোম্যাক্সের ব্যবসা পরিচালক বিকাশ জৈন জানান, মাইক্রোম্যাক্স ব্র্যান্ডটি মূলত ভিন্নতা এবং অভিনবতার জন্য জনপ্রিয়তা অর্জন করেছে। নতুন পদপ্রাপ্ত এ কর্মকর্তারা বিশ্বব্যাপী মোবাইল ফোন সম্পর্কে বিশেষ অভিজ্ঞ।

নতুন নিয়োগপ্রাপ্ত সিইও দীপক মেহরোত্রা জানান, ভবিষ্যতে শুধু আমাদের প্রতিষ্ঠানের জন্যই নয় বরং পুরো মোবাইল ফোন খাতের জন্য অর্থবহ। এ খাতে নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে। এটা উৎসাহজনক।

স্মার্টফোন দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে স্মার্টফোন বিপ্লবের সবে শুরু। এখনও অনেক ইতিহাস অজান্তেই। এ ইতিহাসে মাইক্রোম্যাক্স অন্যতম সহযাত্রী হবে।

এ ছাড়াও মাইক্রোম্যাক্সের ফিচার ফোনগুলো মোবাইল ফোন শিল্পে সাড়া জাগিয়েছে। আগামী দুবছরে মাইক্রোম্যাক্স উদ্যোগে আরও শক্তিশালী করে সামগ্রিক বিক্রি দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারন করেছে।

এ লক্ষ্য অর্জনে নেতৃত্ব দিবেন খাজা মুজাফরুল্লাহ। এ খাতে তিনি বিশেষ পারদর্শী। আগে খাজা মুজাফরুল্লাহ সনি এরিকসনে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। স্মার্টফোন ডিভিশন প্রধান অজয় শর্মা জানান, যত দ্রুত সম্ভব মাইক্রোম্যাক্স পুরো স্মার্টফোন বাজারের ১০ ভাগ মার্কেট শেয়ার অর্জনে পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময় ১৯১৬ ঘন্টা, জানুয়ারি ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।