ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাজশাহীতে আসুস প্রদর্শনী

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২
রাজশাহীতে আসুস প্রদর্শনী

বিভাগীয় শহর রাজশাহীর জিমনেসিয়াম কমপ্লেক্সে ‘বিসিএস ডিজিটাল এক্সপো২০১২’ শুরু হয়েছে। এতে বিখ্যাত সব ব্র্যান্ডই তাদের প্রযুক্তিপণ্য নিয়ে অংশগ্রহণ করছে।



আসুসও সাজিয়েছে সুসজ্জিত প্যাভিলিয়ন। এ প্রদর্শনীর সিলভার স্পন্সরও আসুস। এ ছাড়া আসুস পণ্য বিপণনকারী গ্লোবাল ব্র্যান্ডের পক্ষে আরও থাকছে ব্রাদার এবং এফোরটেক পণ্য প্রদর্শনের আলাদা স্টল।

প্রতিটি আসুস ল্যাপটপ এবং ইপিসি নেটবুকের সঙ্গে উপহার হিসেবে থাকছে ১টি জ্যাকেট এবং বিশেষ মূল্যছাড়। এ ছাড়া পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীতে গ্লোবাল ব্র্যান্ডের সহযোগী হিসেবে থাকছে রাজশাহীর আইটি প্রতিষ্ঠান পিক্সেল এবং সেল কমপিউটার্স। এ প্রদর্শনীতে পুরোটা সময়ে অফারগুলো সরাসরি উপভোগ করা যাবে।

বাংলাদেশ সময় ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।