ভারতের প্রধানমন্ত্রীর অফিস সূত্র এবার ফেসবুকে অ্যাকাউন্ট খুলছে।
সরকারের সঙ্গে সামাজিক যোগাযোগে টুইটার অ্যাকাউন্টের সফলতার পরেই ফেসবুকেও ভারত সরকার সামাজিক উদ্দেশ্যে অ্যাকাউন্ট খুলতে পারে।
তবে ফেসবুকে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট মোটেও সরকারি উদ্দেশ্যে খোলা হবে না। বরং জনগণের সঙ্গে সামাজিক যোগাযোগ বাড়াতেই এ মিডিয়া কাজ করবে।
এরই মধ্যে মাত্র দু সপ্তাহে টুইটারে @পিএমওইন্ডিয়া অ্যাকাউন্টে ৩৮ হাজার ৫০০ জন আগ্রহী যুক্ত হয়েছেন। এ টুইটার অ্যাকাউন্টটি এ বছরের ২৩ জানুয়ারি খোলা হয়।
এর মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন তাঁর সামাজিক গণযোগাযোগ মাধ্যমকে আরও শক্তিশালী করতে কাজ করছেন। একটি দল এ সামাজিক নেটওয়ার্কের প্রশ্নোত্তর দিতে নিয়মিত কাজ করছেন।
সামাজিক সাইট ফেসবুকের পিএমও অ্যাকাউন্টের মাধ্যমে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড (পিএমআরএফ) সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হতে পারে বলেও সূত্র জানিয়েছে। টুইটারের সফলতার কারণেই ফেসবুকে পিএম অ্যাকাউন্ট খুলতে প্রধানমন্ত্রী মনমোহন আগ্রহ প্রকাশ করেছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময় ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১২