ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সমস্যায় পড়েছেন দেশের প্রায় ৫ কোটি ফেসবুক ব্যবহারকারী

তথ্য প্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
সমস্যায় পড়েছেন দেশের প্রায় ৫ কোটি ফেসবুক ব্যবহারকারী

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিভ্রাট তৈরি হওয়ায় বাংলাদেশে প্রায় পাঁচ কোটি ব্যবহারকারী সমস্যায় পড়েছেন। ফেসবুক ব্যবহারকারীদের প্রায় সবাই ম্যাসেঞ্জার ব্যবহার করেন।

ম্যাসেঞ্জার ব্যবহার করে অনেকেই অফিসিয়াল কাজকর্ম সম্পাদন করে।

সোমবার (০৪ অক্টোবর) রাত ৯টার পর থেকে বাংলাদেশেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে সমস্যা দেখা যায়।

সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকারের এক বৈঠকে জানানো হয়, দেশে চার কোটি ৮০ লাখ ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। ব্যবহারকারী দিক থেকে বিশ্বে বাংলাদেশ দশম।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে গত ৯ আগস্ট ফেসবুক কর্তৃপক্ষ ও বিটিআরসির মধ্যে বিনিয়োগ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের ভার্চ্যুয়াল বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন এবং বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার বক্তব্য দেন।

বৈঠকে ফেসবুকের সিঙ্গাপুর আঞ্চলিক কার্যালয় থেকে বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি সাবনাজ রশিদ দিয়া, হেড অব কানেকটিভি টম সি, ভার্গিস ও কানেকটিভিটি এফেয়ার্স কর্মকর্তা তাহানি ইকবাল ফেসবুকের প্রতিনিধিত্ব করেন।

বৈঠকে বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ বাংলাদেশের টেলিকমখাতের অগ্রগতির চিত্র উপস্থাপন করেন।

>>বিশ্বব্যাপী ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সেবা ব্যাহত

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এমআইএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।