প্রায় তিন কোটিরও বেশী ইরানি নাগরিক জিমেইল, ইয়াহু এবং হটমেইলের মত আর্ন্তজাতিক ইমেইল সেবা থেকে বিচ্ছিন্ন রয়েছেন। ম্যাহ’র নামে আধা সরকারী একটি সংস্থা বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্র মতে, ইরানের জাতীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা বলেছে এর সঙ্গে তাদের কোন সর্ম্পক নেই।
উল্লেখ্য, এর আগেও অবশ্য ইরানে বিশেষ দিনগুলোতে ইন্টারনেট সেবা সীমিত করার নজির রয়েছে। গত ২০০৯ সালে নির্বাচনের সময় ইরানী সরকার ফেসবুক, টুইটার, ভয়েস অব আমেরিকাসহ বিবিসি’র ফার্সি সংস্করণ বন্ধ করে।
কিন্তু এত ব্যাপক আকারে মেইল সেবা বন্ধের নজির এটাই প্রথম। তাছাড়া কোন পক্ষ থেকে সেবাগুলো বন্ধ করা হয়েছে সে ব্যাপারেও এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে ইরানের সাথে পশ্চিমা বিশ্বের যে টানাপোড়েন চলছে আর এখনকার ঘটনা যে তারই কিছু অংশ মাত্র সে কথা বোদ্ধা না হয়েও বলে দেওয়া যায় বলে আলোচকদের অভিমত।
সময়: ১৫৩০ ঘন্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১২