ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইটেলের নতুন ব্র্যান্ডিং ভিডিও

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
আইটেলের নতুন ব্র্যান্ডিং ভিডিও ...

ঢাকা: হোম অ্যাপ্লায়েন্স ব্যবহারে নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে নতুন ব্র্যান্ড ভিডিও প্রকাশ করেছে বাজেট-বান্ধব উন্নতমানের কনজ্যুমার ইলেকট্রনিক পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ বৈশ্বিক প্রতিষ্ঠান আইটেল।

‘আইটেল হোম’ এর পণ্য সম্পর্কে ব্যবহাকারীদের বোঝাপড়াকে সহজবোধ্য করতে সম্প্রতি নতুন ব্র্যান্ড ভিডিও প্রকাশ করেছে আইটেল।

দৈনন্দিন জীবনকে আরও বেশি প্রাণবন্ত করে তুলতে ব্র্যান্ডের ব্যবসায়িক কৌশল উন্নত করার সঙ্গে সঙ্গে আইটেল পরিবার তাদের উদ্ভাবনী ধারণা উন্নয়নের প্রচেষ্টাতে গতি আনবে।

সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি আইটেলের হোম অ্যাপ্লায়েন্স আপনার জীবনযাত্রার মান উন্নত করবে। নতুন এ মাইলফলক স্পর্শ ছাড়াও আগামী দিনে নিত্য নতুন পণ্য নিয়ে আসার পূর্বাভাস দিয়েছে আইটেল।  

এর আগে, নতুন ক্যাটাগরির পণ্য নিয়ে আসার মধ্য দিয়ে গত বছর মোবাইল ফোনের বাজার উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ হোম অ্যাপ্লায়েন্স ব্যবসায় সম্প্রসারণ কৌশল নিয়ে কাজ করার ইঙ্গিত দিয়েছিল প্রতিষ্ঠানটি। ওইসময় ব্র্যান্ড স্লোগান ‘এনজয় বেটার লাইফ’ এর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল ব্র্যান্ডটি। নতুন ব্র্যান্ডিং কৌশলে ভবিষ্যতে পণ্যের প্রযুক্তিগতমান উন্নয়নকে প্রাধান্য দেওয়া হবে বলে জানায় তারা। গ্রাহকদের জীবনকে সহজ করতে উন্নত প্রযুক্তিসম্পন্ন গৃহস্থালির প্রয়োজনীয় পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ আইটেল।

আইটেল তাদের প্রতিষ্ঠার পর থেকেই অগ্রাধিকার ভিত্তিতে গ্রাহকদের পছন্দকে প্রাধান্য দিয়ে এসেছে। প্রযুক্তি পণ্যের প্রতিযোগিতাপূর্ণ বাজারে ব্যবহারকারীদের জন্য টেকসই এবং সাশ্রয়ী ইলেকট্রনিক পণ্য সরবরাহের উপর জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।