ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল ফোন তৈরির গুজব নাকচ করল ফেসবুক

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
মোবাইল ফোন তৈরির গুজব নাকচ করল ফেসবুক

মোবাইল ফোন তৈরির কথা গুজব বলে নাকচ করে দিয়েছে ফেসবুক। সম্প্রতি গুজব ওঠে ফেসবুক গোপনে মোবাইল ফোনের জন্য সফটওয়্যার তৈরি করছে।

অন্যদিকে মোবাইল ফোন তৈরিতেও কাজ করছে বলে জানা গেছে। তবে মোবাইল ফোনের জন্য ইন্ট্রিগ্রেটেড ফেসবুক সেবা উন্নয়নে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ফেসবুকের মুখপাত্র জেমি স্কোপফিন।

জেমি স্কোপফিন আরও জানান, এ মুহূর্তে বিশ্বজুড়ে ফেসবুকের ৫০ কোটি ব্যবহারকারী আছে। তাছাড়া অনেক মোবাইলেই ফেসবুক সেবা উপভোগে প্রয়োজনীয় অ্যাপলিকেশনও আছে। কিন্তু মোবাইল ফোনে ইন্ট্রিগ্রেটেড ফেসবুক সেবা উন্নয়ন সম্ভব হলে মোবাইলভিত্তিক ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তাছাড়া মোবাইলভিত্তিক অপারেটিং সিস্টেমে বিল্টইন ফেসবুক সেবা যুক্ত হলে খুব সহজেই ব্যবহারকারীরা মোবাইল ফোনে ফেসবুকের সব ধরনের সেবা সরসারি ব্যবহার করার সুযোগ পাবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।