ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চার অপারেটরকে ৭ কোটি ৬৫ লাখ টাকা জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুন ১২, ২০২২
চার অপারেটরকে ৭ কোটি ৬৫ লাখ টাকা জরিমানা প্রতীকী ছবি।

ঢাকা: অবৈধ ভিওআইপির কাজে সিম ব্যবহার হওয়ায় রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকসহ চার অপারেটরকে সাত কোটি ৬৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

টেলিটককে পাঁচ কোটি, রবিকে দুই কোটি, গ্রামীণফোনকে ৫০ লাখ এবং বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সম্প্রতি অপারেটরগুলোর বিরুদ্ধে শুনানি শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিটিআরসির একজন দায়িত্বশীল কর্মকর্তা রোববার (১২ জুন) বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বিটিআরসি জানায়, অবৈধ ভিওআইপির বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থাপনা থেকে জব্দ করা সিমের বিপরীতে কমিশন কর্তৃক আরোপিত প্রশাসনিক জরিমানার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ৬৫(৫) ধারা অনুযায়ী কমিশনে গত ১০ এপ্রিল অনুষ্ঠিত শুনানির সিদ্ধান্ত অনুযায়ী আরোপিত প্রশাসনিক জরিমানা আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ১২, ২০২২
এমআইএইচ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।