লন্ডন: বুধবার ইউরোপজুড়ে অসংখ্য ব্যবহারকারী সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক ব্যবহার করতে পারেননি। কারিগরী ত্রুটির কারণে কিছু সময়ের জন্য ওয়েবসাইটটি বন্ধ ছিল বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে।
যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে দুই ঘণ্টার জন্য ফেসবুকে প্রবেশ করতে পারেননি অসংখ্য ব্যবহারকারী। সামাজিক যোগাযোগ মাধ্যমটির স্মার্টফোন এবং ট্যাবলেট অ্যাপলিকেশনগুলোও এই সমস্যায় আক্রান্ত হয় বলে জানায় ব্যবহারকারীরা।
ফেসবুক কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। সমস্যার সমাধান করা হয়েছে এবং ওয়েবসাইট এখন স্বাভাবিক রয়েছে বলেও বিবৃতিতে ব্যবহারকারীদের আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।
২০০৪ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত ফেসবুক বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সাইটটির বিশ্বব্যাপী প্রায় ৮৫ কোটি ব্যবহারকারী রয়েছে।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১২