ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওয়েবে ইসলাম বিরোধী তথ্য প্রচারে পাকিস্তানের নজরদারি

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুন ২৫, ২০১০
ওয়েবে ইসলাম বিরোধী তথ্য প্রচারে পাকিস্তানের নজরদারি

ইসালাম বিরোধী তথ্য প্রচারে অভিযুক্ত বিশ্বখ্যাত সাতটি ওয়েবসাইটের উপর কড়া নজর রাখছে পাকিস্তান সরকার।

অভিযুক্তের তালিকায় আছে ইয়াহু, গুগল, এমএসএন, হটমেইল, ইউটিউব, অ্যামাজন ও বিং।

পাকিস্তান টেলিযোগাযোগ মূখপাত্র খুররাম মেহরান জানান, সাইটগুলোতে কোনো ইসলাম বিরোধী তথ্য বা চিত্র দেখা মাত্রই তা নিয়ন্ত্রণ করা হবে। সম্প্রতি পাকিস্তানে ১৭টি সাইট পুরোপুরি বন্ধ করে দিয়েছে পাকিস্তান।  

উল্লেখ্য, গত মে মাসে ফেসবুকে মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যাঙ্গাত্বক কার্টুন নিবন্ধনে উৎসাহ প্রদানের উদ্দেশ্য ওয়েবপৃষ্ঠা উন্মোচন করায় দেশটিতে সাময়িকভাবে সাইটটি বন্ধ করা হয়।

অন্যদিকে একই অভিযোগে পাকিস্তানে বেশ কয়েকবার নিষিদ্ধ হয় ইউটিউব। এ মূহুর্তে আরও ১৭টি ওয়েবসাইট বন্ধ ও ওয়েবগুরুদের উপর নিবিড় পর্যবেক্ষণ ভার্চুয়াল বিশ্বে পাকিস্তানের কড়া নজড়দারির স্বাক্ষর রাখছে। ইয়াহু।    


বাংলাদেশ স্থানীয় সময় ২০০৬ ঘণ্টা, জুন ২৫, ২০১০
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।