জর্জিয়ায় সিনেটর নির্বাচনে জয়ের পথে রয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী রাফায়েল ওয়ার্নক। জর্জিয়ায় জয় নিশ্চিত হলেই মার্কিন সিনেটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে ডেমোক্র্যাটরা।
ফলে কংগ্রেসের মাধ্যমে আইন প্রণয়ন করা সহজ হয়ে যাবে ক্ষমতাসীন বাইডেন প্রশাসনের। আগে থেকেই ডেমোক্র্যাটরা সিনেটে বেশি সংখ্যক আসন পেয়েছে। তবে জর্জিয়ায় জয়ে বাড়তি একটি আসন পাচ্ছে বাইডেনের দল।
মার্কিন সিনেটে মোট ১০০টি আসন রয়েছে। এরমধ্যে ডেমোক্র্যাটরা পেতে যাচ্ছে মোট ৫১টি আসন। রিপাবলিকানদের হাতে ৪৯টি। উভয় দল সমান সংখ্যক আসন পেলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস একটি ভোট দিয়ে যেকোনো পক্ষকে জিতিয়ে দিতে পারতেন।
তবে জর্জিয়ায় ডেমোক্র্যাটদের এই জয়ের ফলে কমলা হ্যারিসকে সেই কাজটি আর করতে হচ্ছে না।
সিনেটে সংখ্যাগরিষ্ঠ থাকার ফলে সহজেই ফেডারেল বিচারপতির মনোনয়নের বিষয়টি অনুমোদন করতে পারবে ডেমোক্র্যাটরা।
সূত্র- বিবিসি
বাংলাদেশ সময়: ১০১২, ডিসেম্বর ০৭, ২০২২
এমএইচএস