আন্তর্জাতিক ডেস্ক: জাম্বিয়ার একটি সড়কের পাশ থেকে ২৭ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ ডিসেম্বর) এসব মরদেহ উদ্ধার করা হয়।
তাদের রাস্তার পাশে ফেলে গেছে কোনো পাচারকারী চক্র। জাম্বিয়া ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে মরদেহগুলো। ২৪ জনের বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে।
পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালের বরাত দিয়ে রয়টার্স জানায়, গাড়িতে আসার পথে সম্ভবত শ্বাসরোধে মৃত্যু হয়েছে তাদের। একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
অক্সিজেনের জন্য ছটফট করছিলেন জীবিত উদ্ধার হওয়া ওই ব্যক্তি। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিবিসি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করতে চাওয়া অভিবাসীদের কাছে জাম্বিয়া পছন্দের ট্রানজিট পয়েন্ট।
ড্যানি এমওয়ালে বলেছেন, রোববার নাগওয়েরের স্থানীয় বাসিন্দারা অভিবাসীদের মরদেহ দেখতে পায়। তারা দ্রুত পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে শৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
জেএইচ