ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

পুতিনের বছর শেষের সংবাদ সম্মেলন এবার হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
পুতিনের বছর শেষের সংবাদ সম্মেলন এবার হচ্ছে না

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বছর শেষের সংবাদ সম্মেলন এবার হচ্ছে না। ক্রেমলিন এই তথ্য জানিয়েছে।

 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেছেন, নতুন বছরের আগে সংবাদ সম্মেলন হচ্ছে না।

তিনি উল্লেখ করেন, পুতিন সবসময়ই গণমাধ্যমে কথা বলে থাকেন, বিদেশে সফরের সময়ও।  

এই সংবাদ সম্মেলন কেন বাতিল করা হলো, এর কোনো কারণ ব্যাখ্যা করেননি তিনি।

একইসঙ্গে কর্মকর্তারা বলছেন, নতুন বছরে অভ্যর্থনা অনুষ্ঠান হবে না ক্রেমলিনে।  

সাধারণত বছর শেষের এই সংবাদ সম্মেলনটি কয়েক ঘণ্টা ধরে হয়ে চলে। গত বছর এই সংবাদ সম্মেলনে পুতিন চার ঘণ্টা কথা বলেছিলেন।  

২০০০ সাল থেকে ক্ষমতায় রয়েছেন পুতিন। বেশিরভাগ বছরগুলোতেই তিনি ডিসেম্বরে সংবাদ সম্মেলন করেছেন।

বাংলাদেশ সময় ০৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।