গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ভারি রুশ গোলাবর্ষণ ও বিমান হামলার শিকার হয়েছে ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভ।
কর্মকর্তারা বলছেন, তারা ক্ষেপণাস্ত্র ও রকেটের টুকরোসহ শহরে ছোঁড়া রাশিয়ান অস্ত্রের অবশিষ্টাংশ সংগ্রহ করছেন।
ইউক্রেন আদালতের কৌসুলিরা বলছেন, রাশিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আশা করি রাশিয়ার বিরুদ্ধে ভবিষ্যতে আইনি কার্যক্রমে এই খোসাগুলো প্রমাণ হিসেবে কাজ করবে।
রাশিয়ার হামলার জেরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়াচ্ছেন। যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ফ্রান্সের সঙ্গে জেলেনস্কি আলোচনা চালিয়ে যাচ্ছেন।
ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর থেকে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এমএইচএস