ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা, আহত ২

ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখন পর্যন্ত দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় সোমবার (১৯ ডিসেম্বর) এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভের সামরিক প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি দল জানিয়েছে, সোমবার ভোরে কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো সুবিধাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, প্রযুক্তিবিদরা বিদ্যুৎ এবং তাপ সরবরাহ স্থিতিশীল করার জন্য কাজ করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে এদিন সকালে, ইউক্রেনীয় এয়ার ডিফেন্স নয়টি রুশ ড্রোন ভূপাতিত করেছে।

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহর শুক্রবার রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় আঘাত হানার পর এটি আরেকটি বড় হামলা। এতে অনেক মানুষকে বিদ্যুৎ ও তাপ ছাড়াই থাকতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯, ডিসেম্বর ১৯, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।