ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টুইটারের পদ থেকে মাস্কের পদত্যাগের পক্ষে বেশি ভোট 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
টুইটারের পদ থেকে মাস্কের পদত্যাগের পক্ষে বেশি ভোট 

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক টুইটারে নতুন একটি জনমত জরিপ করেছেন। এই জরিপে উঠে এসেছে যে, ব্যবহারকারীদের বেশির ভাগই তাকে আর এই পদে চান না।

 

মাস্ক টুইটারে প্রধান নির্বাহী কর্মকর্তার পদে বহাল থাকবেন নাকি, তার পদত্যাগ করা উচিত- তা জানতে জরিপে প্রশ্ন ছুড়ে দেন।  

জরিপের ফলে দেখা গেছে, ৫৭ দশমিক ৫ শতাংশ হ্যাঁ ভোট পড়েছে। আর ৪২ দশমিক ৫ শতাংশ না ভোট পড়েছে। সোমবার সন্ধ্যায় জরিপটি শুরু হয়। ১৭ দশমিক ৫ মিলিয়নের বেশি ব্যবহারকারী এই জরিপে অংশ নেন।  

রোববার মাস্ক বলেন, তিনি জরিপের ফল মেনে নেবেন। এর বেশি কিছু তিনি বলেননি। জরিপের ফলে যদি তার পদত্যাগের পক্ষে বেশি ভোট পড়ে, তবে তিনি কখন পদত্যাগ করবেন সেই বিষয়েও কিছু বলেননি।

ইলন মাস্ক  যিনি টেসলা ও স্পেস এক্স- এর মতো প্রতিষ্ঠান চালাচ্ছেন, টুইটার কেনার পর এ নিয়ে তাকে ব্যপক সমালোচনার মুখে পড়তে হয়েছে।  

বাংলাদেশস সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।