ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল। ভয়াবহ এ ভূমিকম্পে অন্তত দুজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন অন্তত আরও ১১ জন ।

স্থানীয় সময় মঙ্গলবার রাত আড়াইটার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল স্যান ফ্রান্সিসকোর ৩৫০ কিলোমিটার উত্তরের হামবোল্ট কাউন্টি। ভূমিকম্পের পরে অন্তত ছোট ছোট ৮০টি ঝাঁকুনি হয়।

এদিকে ভূমিকম্পে বাড়িঘর, রাস্তাঘাট ও পানির সরবরাহ লাইনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন রয়েছেন স্থানীয় ১০ হাজার বাসিন্দা।

হামবোল্ট কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, দুজন মারা যাওয়া ছাড়াও ভূমিকম্পে ১১ জন আহত হয়েছে। কম্পনের কারণে গ্যাসের লাইন ফেটে যায়, যার ফলে লিক হয়। একটি ভবনে আগুন লেগেছিল, যদিও তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। এছাড়া, দুটি ভবন ধসে পড়ে।

ক্যালফায়ারের মুখপাত্র ট্রান বেয়াই বলেন, ‘ভূমিকম্পের পরপরই জরুরি পরিষেবা থেকে ৭০টি কল আসে। এর মধ্যে একজন লোক ধসে পড়া ভবনে আটকে পাড়ছে বলে খবর আসে। তবে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ’

এদিকে ভূমিকম্পের পর ঈল নদীর ওপর দাঁড়িয়ে থাকা ব্রিজে চারটি ফাটল দেখা যায়। পরে পুলিশ ওই ব্রিজটি দিয়ে চলাচল বন্ধ করে দেয়। ক্যালিফোর্নিয়ার হাইওয়ে পুলিশ বলছে, ব্রিজের পিচ ঢালাই রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৯, ডিসেম্বর ২১, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।