ভারতের মণিপুরে বাস খাদে পড়ে ১৫ জন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে রাজ্যের নোনে জেলায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ধারণা করা হচ্ছে, পাহাড়ি রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, থৌবাল জেলার ইয়ারিপকের ‘থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের’ শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস শিক্ষা সফরে খৌপুমের দিকে যাচ্ছিল। পথে বিষ্ণুপুর-খৌপম সড়কে লোংসাই তুবং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ঢালু খাদে গড়িয়ে বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এমএইচএস