ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের কর নথি প্রকাশ করবে ‘ওয়েস অ্যান্ড মিনস কমিটি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
ট্রাম্পের কর নথি প্রকাশ করবে ‘ওয়েস অ্যান্ড মিনস কমিটি’

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভার ‘ওয়েস অ্যান্ড মিনস কমিটি’ বলেছে যে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর নথি আগামী কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে।  

কমিটি এও বলেছে যে, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) যথাযথভাবে সাবেই এই প্রেসিডেন্টের নথি নিরীক্ষায় ব্যর্থ হয়েছে।

খবর সিএনএনের।  

মঙ্গলবার ওয়েস অ্যান্ড মিনস কমিটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে ট্রাম্পের ছয় বছরের (২০১৫ থেকে ২০২০) কর সংক্রান্ত তথ্য রয়েছে।  

ট্রাম্পের ব্যাপক বার্ষিক ক্ষতির দাবি, যা তার করের বোঝা অনেকটাই কমিয়ে দিয়েছিল- তাও এই প্রতিবেদনে উঠে এসেছে।  
 
ওয়েস অ্যান্ড মিনস কমিটির চেয়ারম্যান রিচার্ড নিল বলেছেন, প্রাপ্ত নথিতে দেখা গেছে, প্রেসিডেন্সিয়াল নিরীক্ষা কার্যক্রম ব্যর্থ হয়েছে। মাসাচুসেটস ডেমোক্রেটের অভিযোগ, ট্রাম্পের কর নথির নীরিক্ষাই হয়নি।  
 
আলজাজিরা জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের কর নথি সরকারিভাবে প্রকাশের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ওয়েস অ্যান্ড মিনস কমিটি। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২৪টি, বিপক্ষে পড়ে ১৬টি।  

২০১৯ সাল থেকে ওয়েস অ্যান্ড মিনস কমিটি ট্রাম্পের কর নথি চেয়ে আসছিল। তবে ট্রাম্প অস্বীকৃতি জানিয়ে আদালতে আবেদন করেন ট্রাম্প। তবে আদালত তা নাকচ করে দেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।