ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন পুষ্প কমল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন পুষ্প কমল

সাবেক মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন। রোববার দেশটির রাষ্ট্রপতি বিদ্যা দেবি ভান্ডারি তাকে এই পদে মনোনীত করেন।

 

গেল মাসের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই কারণে প্রধান বিরোধী দলের সঙ্গে জোট করে পুষ্প প্রধানমন্ত্রী হচ্ছেন।  

দাহাল নতুন সরকারের পাঁচ বছরের মেয়াদের প্রথম অর্ধেক সময় প্রধান হিসেবে থাকবেন বলে জানা গেছে।  এরপর জোটসঙ্গী ইউএমএলের একজন নেতা বাকি আড়াই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন।  

নেপালে হিন্দু রাজতন্ত্রের অবসানে এক দশক গেরিলা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন পুষ্প কমল দাহাল।

বাংলাদেশ সময়: ২১১৪ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।