ইউরোপে পুনরায় গ্যাস সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া। ইয়ামাল-ইউরোপ পাইপলাইনের মাধ্যমে এই গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাকের বরাত দিয়ে তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আলেক্সান্ডার নোভাকের বলেন, ‘ইউরোপীয় বাজারে গ্যাস সংকট অব্যাহত রয়েছে। সেখানে আমাদের সরবরাহ পুনঃপ্রতিষ্ঠা করার দারুণ সুযোগ রয়েছে। ’
‘রাজনৈতিক কারণে ইয়ামাল-ইউরোপ পাইপলাইন বন্ধ করা হয়েছিল। এটি অব্যবহৃত রয়ে গেছে। এখন এই লাইনটি ব্যবহার করার সুযোগ রয়েছে। ’
রাশিয়া থেকে পোল্যান্ডের গ্যাস ক্রয় স্থগিতের কারণে ইয়ামাল-ইউরোপ পাইপলাইনটি গত বছরের ডিসেম্বর থেকে অনেকটা অব্যবহৃত অবস্থায় রয়েছে। এই পাইপলাইনটি সাধারণত পশ্চিমে গ্যাস সরবরাহ করার জন্য ব্যবহৃত হত।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এমএইচএস