ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে সামরিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, হতাহতের শঙ্কা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
কাবুলে সামরিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, হতাহতের শঙ্কা 

আফগানিস্তানের কাবুলে সামরিক একটি বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। তালিবান শাসিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই কথা জানান।


 
আবদুল নাফি টাকোর রয়টার্সকে বলেন, আজ (রোববার) সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরের একটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। বেশ কয়েকজন নাগরিক আহত হয়েছেন, কয়েকজনের প্রাণহানিও হয়েছে। তদন্ত চলছে।

বিস্ফোরণের ধরন কেমন ছিল, তা তিনি ব্যাখ্যা করেননি। কোনো গোষ্ঠী এখনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

স্থানীয় বাসিন্দারা বলেন, তারা আজ (স্থানীয় সময়) সকাল ৮টার আগে আগে ভারী সুরক্ষিত ওই বিমানবন্দরের কাছাকাছি তারা বিকট এক বিস্ফোরণের শব্দ শুনতে পান।   

তারা বলেন, নিরাপত্তা বাহিনী ওই এলাকা বন্ধ করে দিয়েছে। সব রাস্তাও বন্ধ রয়েছে।

২০২১ সালের আগস্টে তালিবান আফগানিস্তানের ক্ষমতায় আসে। এরপর তারা নিরাপত্তা ব্যবস্থা উন্নত করেছে বলে দাবি করে। তবে এর মধ্যেও অনেক বিস্ফোরণ ও হামলা হয়েছে। এর মধ্যে অনেকগুলোর দায় স্বীকার করেছে স্থানীয় সশস্ত্র আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠী।  

গেল মাসে কাবুলের একটি হোটেলে ৫ চীনা নাগরিক আইএসআইএলের হামলার শিকার হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।