ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমতীরে ২ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
পশ্চিমতীরে ২ ফিলিস্তিনিকে হত্যা

পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনী মোহাম্মাদ সামের হোসিয়ে (২২) এবং ফুয়াদ মুহাম্মদ আবেদ (২৫) নামে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। উত্তর পশ্চিমতীরের জেনিনে এ ঘটনা ঘটে।

সোমবার (২ জানুয়ারি) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের অভিযানে অন্তত তিনজন আহত হয়েছে। এরমধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, রোববার দিনগত রাতে কুফর দান এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করে। এতে সংঘর্ষ শুরু হয়।

ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দুই ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে জানালেও হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।