ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সুপারকার বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল আফগানরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
সুপারকার বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল আফগানরা

প্রথমবারের মতো সুপারকার তৈরি করেছে আফগানিস্তান। গত সপ্তাহে প্রথম গাড়িটি প্রদর্শন করেছে নির্মাতা প্রতিষ্ঠান এনটপ।

ইতোমধ্যে গাড়িটির ডিজাইন সাড়া ফেলেছে সারাবিশ্বে।

কাবুলের রাস্তায় প্রদর্শিত হয় গাড়িটি। প্রিমিয়াম চাকার সঙ্গে কালো রঙের স্পোর্ট কারটি কাবুলের রাস্তায় আশ্চর্যজনক লাগছিল। হতে পারে প্রথমবারের এমন গাড়ি দেখেছিল স্থানীয় বাসিন্দারা।

আফগান সংবাদ সংস্থা খামা নিউজ এক খবরে জানিয়েছে, গাড়িটির ব্র্যান্ডের নাম এনটপ। এর সামনের বাম্পারের মাঝখানে একটি রূপালী রঙের খোদাই করা ‘ই’ লোগো রয়েছে।

এনটপ অটো স্টুডিওর সিইও মুহাম্মদ রেজা আহমাদি ও তার দলের সদস্যরা আফগানিস্তানের কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও উদ্ভাবন কেন্দ্রের জন্য প্রথম আফগানিস্তানের তৈরি স্পোর্ট কার ডিজাইন ও তৈরি করেছেন।

মোহাম্মদ রেজা আহমাদির জানান, গাড়িটি তৈরি করতে পাঁচ বছর সময় লেগেছে। এটি কাতার প্রদর্শনী-২০২৩ এ প্রদর্শিত হতে পারে।

বলা হয়েছে, গাড়িটিতে ব্যবহৃত বেশিরভাগ যন্ত্রাংশই টয়োটার।

আহমাদি আশাবাদী, ২০২৩ সালের কাতার প্রদর্শনীতে পথ খুঁজে পাবে এই গাড়িটি। কারণ আফগানিস্তানের কর্তৃপক্ষ ইতোমধ্যেই দোহার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।