ঢাকা, মঙ্গলবার, ২ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে নিজেদের ৬৩ সৈন্যের প্রাণহানির কথা স্বীকার করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
ইউক্রেনে নিজেদের ৬৩ সৈন্যের প্রাণহানির কথা স্বীকার করল রাশিয়া

ইউক্রেনে আংশিক অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে নতুন বছরের প্রাক্কালে হামলায় নিজেদের ৬৩ সৈন্যের প্রাণহানির কথা স্বীকার করেছে রাশিয়া।  

সোমবার রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী পূর্বদিকের শহর মাকিভকায় একটি অস্থায়ী ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দেওয়া হিমারস গাইডেড রকেট সিস্টেম ব্যবহার করে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।


  
দুটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক ভূপাতিত হয়েছে। বাকি চারটি ওই ভবনে গিয়ে আঘাত হানে।  

ইউক্রেন সেনাবাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগ রোববার দাবি করে, তারা রাশিয়ার ৪০০ সৈন্যকে হত্যা করতে সমর্থ হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০০ সৈন্য। এই দাবির পরদিনই রাশিয়ার পক্ষ থেকে বিবৃতি এলো।

দোনেৎস্কের মস্কো সমর্থিত কর্তৃপক্ষ এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করে। কর্তৃপক্ষের জ্যেষ্ঠ এক কর্মকর্তা টেলিগ্রামে এক পোস্টে বলেন, হতাহত হয়েছে, তবে সংখ্যা এখনো অজানা। ভবনটি খুব বাজেভাবে ধ্বংস হয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।