ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সালকে যে কারণে গুলি করে মারল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সালকে যে কারণে গুলি করে মারল পুলিশ

ক্যামব্রিজে পুলিশের গুলিতে এক তরুণ নিহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, বুধবার বিকেলে মাসাচুসেটসের ক্যামব্রিজে অস্ত্রধারী ওই তরুণকে গুলি করা হয়।

তার হাতে একটি ছুরি ছিল। এনবিসি বোস্টন।   

মিডলসেক্স কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়। অস্ত্রধারী ওই তরুণ হলেন ২০ বছর বয়সী সৈয়দ ফয়সাল। আইনজীবী পরে জানান, তার হাতের ছুরিটি ছিল ১২ ইঞ্চির। তিনি ছুরিটি ফেলে দিতে অস্বীকৃতি জানান।
 
পুলিশ বলছে, ওই তরুণ পুলিশের দিকে অস্ত্র হাতে এগিয়ে আসছিলেন। মিডলসেক্স কাউন্টি ডিসট্রিক্ট অ্যাটর্নি মারিয়ান রায়ান বলেন, পরিস্থিতি সামলাতে একজন অফিসার প্রথমে স্পঞ্জ রাউন্ড ছোড়ে। তবে এতে তাকে থামানো যায়নি। তিনি পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে আসছিলেন।

পরে একজন অফিসার তাকে গুলি করেন। ফয়সালকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। রেনে নামে এক নারী বলেন, অফিসের কেউ কেউ বলেছিলেন, তারা গুলি ছোড়ার শব্দ শুনেছেন। আমরা বাইরে এসে দেখি কেউ একজন দৌড়াচ্ছে। পুলিশ তার পেছনে দৌড়াচ্ছে। তার পায়ে জুতা ছিল না, পরনে শার্ট ছিল না। তার হাতে একটি বই ছিল।  

যে অফিসার গুলি করেছিলেন, তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্তও করা হবে। ক্যামব্রিজের মেয়র সুমবুল সিদ্দিকি ও সিটি ম্যানেজার ই-আন হুয়াং এক যৌথ বিবৃতিতে গভীর শোক জানান।  

জানা গেছে, ফয়সাল বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী। তার দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে (ইউম্যাস) পড়াশোনা করতেন।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।