ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার যুদ্ধবিরতির নির্দেশ প্রত্যাখ্যান ইউক্রেনের 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
রাশিয়ার যুদ্ধবিরতির নির্দেশ প্রত্যাখ্যান ইউক্রেনের 

অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষ্যে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া নির্দেশ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।  

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) যুদ্ধবিরতির নির্দেশ দেন পুতিন।



পরে এক টুইটে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেন, ইউক্রেইনের ভূখণ্ড থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহার করলে যুদ্ধবিরতি সম্ভব। ইউক্রেইন বিদেশি ভূখণ্ডে আক্রমণ চালাচ্ছে না। নিজেদের ভূখণ্ড দখলকারীদের ধ্বংস করছে।

অর্থোডক্স খ্রিস্টানরা ৬ ও ৭ জানুয়ারি ক্রিসমাস উদযাপন করবে। ইউক্রেইন ও রাশিয়ায় অনেক অর্থোডক্স খ্রিস্টান রয়েছে। এজন্য পুতিনের নির্দেশনাটি ০৬ জানুয়ারি দুপুর থেকে কার্যকর হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটিই প্রথম বিরতির ঘোষণা।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
ইইউডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।