ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঝড়ের তাণ্ডব, ক্যালিফোর্নিয়ার ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
ঝড়ের তাণ্ডব, ক্যালিফোর্নিয়ার  ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

প্রবল ঝড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহর। ঝড়ের দুই দিন পেরিয়ে গেলেও ৬০ হাজারেরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

 

গত বুধবার প্রশান্ত মহাসাগরে এক নিম্নচাপ তৈরি হয়। এতে ঝড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টির সঙ্গে প্রবল তুষারপাত হয় যুক্তরাষ্ট্রের ওই শহরে। ফলে বিপর্যস্ত হয়ে পড়ে সেখানকার জনজীবন। যার প্রভাব এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ক্যালিফোর্নিয়া।

ঝড়ে বুধবার ১০ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তায় পানি জমে যায় এবং গাছ পড়ে যাওয়ার কারণে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

কর্তৃপক্ষ জানায়, ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে যে বিদ্যুৎ লাইন গেছে তাতেই মূলত সমস্যা হয়েছে।

তবে, প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজি অ্যান্ড ই) জানিয়েছে, ইতোমধ্যে তারা ৪ লাখ গ্রাহকের বিদ্যুৎপরিষেবা পুনঃস্থাপন করতে সক্ষম হয়েছে। কিন্তু তারপরও স্থানীয় শুক্রবার পর্যন্ত ৫৫ হাজার গ্রাহককে বিদ্যুৎপরিষেবা দেওয়া বাকি।  

সূত্র: রয়টার্স


বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।