ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সেনেগালে সড়ক দুর্ঘটনায় ৪০ জনের প্রাণহানি, আহত ৮৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
সেনেগালে সড়ক দুর্ঘটনায় ৪০ জনের প্রাণহানি, আহত ৮৭

সেনেগালে কাফরিন শহরের কাছে দুই বাসের সংঘর্ষে অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় অন্তত ৮৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

 

রোববার (৮ জানুয়ারি) রাত ৩টা ১৫ মিনিটের দিকে ১ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।  
 
দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সল বলেছেন, ভয়াবহ দুর্ঘটনায় ৪০ লোক নিহত হয়েছেন। এই ঘটনায় দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।   

ন্যাশনাল ফায়ার ব্রিগেডের অপারেশন বিভাগের প্রধান কর্নেল চেখ ফল বলেন, এটি ছিল মারাত্মক একটি দুর্ঘটনা। এএফপিকে তিনি জানান, ৮৭ জন এই ঘটনায় আহত হয়েছেন।

আহতদের কাফফ্রিনের হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার ধ্বংসাবশেষ ও বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।