ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হজযাত্রীর সংখ্যা সীমিত রাখছে না সৌদি 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
হজযাত্রীর সংখ্যা সীমিত রাখছে না সৌদি 

করোনাপূর্ব অবস্থায় ফিরছে মুসলমানদের হজ। এবার হজযাত্রীর সংখ্যা সীমিত রাখছে না সৌদি আরব।

করোনার কারণে গেল তিন বছর হজযাত্রীদের সংখ্যা সীমিত করেছিল দেশটি। খবর আল জাজিরা।  

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিআহ সোমবার সন্ধ্যায় বলেন, আমি দুটি সুখবর দিচ্ছি। এর একটি হলো, হজযাত্রীর সংখ্যা করোনার আগের অবস্থায় ফিরছে। বয়সের কোনো বিধিনিষেধ থাকছে না।
 
২০১৯ সালে ২ দশমিক ৪ মিলিয়ন লোক হজে অংশ নেন। ২০২০ সালে হজযাত্রীদের সংখ্যা কমানো হয়। ২০২১ সালে সৌদি আরবের ৬০ হাজার বাসিন্দা হজ পালন করেন।  

গেল বছর ৯ লাখ লোক হজে অংশ নেন। এ সময় ৬৫ বছরের কম বয়সীরা টিকা নেওয়ার শর্তে হজ পালন করতে পারেন।  
 
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।