ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জোশীমঠের পর আলিগড়ে বাড়িতে ফাটল, আতঙ্কে বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
জোশীমঠের পর আলিগড়ে বাড়িতে ফাটল, আতঙ্কে বাসিন্দারা

ফাটলের জেরে বাসযোগ্য নয় বলে ঘোষিত হয়েছে ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠ। এবার একই ধরনের ফাটল দেখা দিয়েছে উত্তরপ্রদেশের আলিগড়ে।

শহরটির কাওয়ারিগঞ্জ এলাকায় একের পর এক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এতে করে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা শশী বলেছেন, ‘গত কয়েক দিন ধরেই বাড়িতে ফাটল দেখতে পাচ্ছি। জোশীমঠের ঘটনার পর এসব দেখে আমরা ভয়ে আছি। পৌরসভায় এ বিষয়ে অভিযোগও জানানো হয়েছে। কিন্তু তারা কোনো পদক্ষেপই নেয়নি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের ‘স্মার্ট সিটি মিশন’-এর আওতায় আলিগড়ে মাটির নিচে পাইপ বসানোর কাজ হয়েছে। সেই পাইপ ফেটে বিভিন্ন স্থান থেকে পানি বেরিয়ে আসছে। তাতেই স্থানীয় ভূমির গঠনে পরিবর্তন হচ্ছে। এ কারণেই রাস্তা, বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

এদিক স্থানীয় অতিরিক্ত পৌর কমিশনার রাকেশ কুমার যাদব জানিয়েছেন, সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, কাওয়ারিগঞ্জের কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তবে এখনও বিষয়টি সরেজমিনে দেখতে পারিনি। তাই সঠিকভাবে পরিস্থিতি জানি না। ’

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।