ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কম্পিউটারে ত্রুটি, যুক্তরাষ্ট্রে অনেক ফ্লাইটে বিলম্ব

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
কম্পিউটারে ত্রুটি, যুক্তরাষ্ট্রে অনেক ফ্লাইটে বিলম্ব

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ফ্লাইট চলাচলে বিলম্ব হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কম্পিউটারে ত্রুটি দেখা দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এপি।

 

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার বলছে, অনেকগুলো ফ্লাইটের যাত্রায় বিলম্ব হয়েছে।  

এক টুইটে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে বলছে, এয়ার মিশনস সিস্টেম পুনরুদ্ধারে কাজ চলছে।  

এফএএ বলছে, সিস্টেম পুনরুদ্ধার কার্যক্রমে চূড়ান্ত পরীক্ষা চলছে। ন্যাশনাল এয়ারস্পেস সিস্টেমের কার্যক্রম ব্যাহত হয়েছে।  

সংস্থাটি বলছে, কিছু কার্যক্রম শুরু হয়েছে। তবে ন্যাশনাল এয়ারস্পেস সিস্টেমের কার্যক্রমে সীমাবদ্ধতা রয়েছে।  

ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিগিয়েগ এক টুইটে জানিয়েছেন, তিনি এফএএর খোঁজ রাখছেন এবং কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।  

ইউনাইটেড এয়ারলাইন্স বলছে, তাদের অভ্যন্তরীণ ফ্লাইটে দেরি হচ্ছে। এফএএ থেকে আপডেট তথ্য পেলে তা জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।