ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর আলিরেজা (ফাইল ছবি)

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আকবারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

 

যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিক ছিলেন আলিরেজা। ২০১৯ সালে তাকে যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।  

তার বিরুদ্ধে আভিযোগ, তিনি দুর্নীতি এবং গোয়েন্দা তথ্য দিয়ে দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার ক্ষতি করার চেষ্টা করেছেন।

আলিরেজার পরিবার জানিয়েছে বুধবার তাদেরকে শেষ দেখা করার সুযোগ দেওয়া হয়। এরপর তাকে সলিটারি সেলে নিয়ে নেওয়া হয়।

যুক্তরাজ্য বারবার আলিরেজাকে মুক্তি দেওয়ার আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি তেহরান।  

১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দুই মেয়াদে ইরানের সাবেক সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির আমলে আলিরেজা দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।  

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এসআইএস

 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।