ঢাকা, রবিবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
সৌদির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান

তেহরান ও রিয়াদের মধ্যে আলোচনার মাধ্যমে সম্পর্ক আবারও স্বাভাবিক পর্যায়ে ফিরবে। এমনটি আশা করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান।

এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

২০১৬ সালের জানুয়ারি মাসে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে সৌদি আরব। তেহরানে সৌদি দূতাবাসে হামলার পর এ সিদ্ধান্ত নিয়েছিল রিয়াদ।

লেবাননের রাজধানী বৈরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দুই দেশের মধ্যকার আলোচনার পর তেহরান ও রিয়াদে আবারও উভয়ের দূতাবাস বা কূটনৈতিক মিশন পুনঃরায় চালু হতে পারে।

সিরিয়া ও ইয়েমেনের মতো বেশ কয়েকটি ইস্যুতে একেবারে মুখোমুখী অবস্থানে আছে ইরান ও সৌদি আরব। তবে বর্তমানে সৌদির যুক্তরাষ্ট্র বিমুখিতা নতুন বার্তা নিয়ে হাজির হচ্ছে। মধ্যপ্রাচে আধিপত্যের যে জাল ছড়াতে চাইছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সেখানে তেহরানের সমর্থন দরকারি বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।