ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৬ ছবি: কাঠমান্ডু পোস্ট

নেপালের পোখারায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১৬ জন মারা গেছেন। উড়োজাহাজটিতে মোট ৭২ আরোহী ছিলেন।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র তাদের নিহত হওয়ার খবর জানান। শতশত উদ্ধারকর্মী ঘটনাস্থলে কাজ করছেন। রয়টার্স।  

কৃষ্ণা ভান্ডারি রয়টার্সকে বলেন, আরও মরদেহ পাওয়া যাবে। উড়োজাহাজটি খণ্ড খণ্ড হয়ে গেছে।  

টুইন ইঞ্জিনের এটিআর ৭২ মডেলের উড়োজাহাজটি ইয়েতি এয়ারলাইন্সের। এই এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তাউলা বলেন, ৭২ আরোহীর মধ্যে চারজন ক্রু সদস্য ছিলেন।  

তিনি বলেন, আমরা এখনও তাদের জাতীয়তা সম্পর্কে জানতে পারিনি। আমরা চেষ্টা করছি তাদের পরিচয় নিরূপণের।  

স্থানীয় একটি  টিভি চ্যানেলে দেখা গেছে, ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়ছে। উদ্ধারকর্মীরা কাজ করছেন। আশপাশে জনতা জমায়েত হয়ে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ সংগ্রহ করছে।

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা নতুন কিছু নয়। বিশ্বের ১৪টি উঁচু পাহাড়ের আটটিই এই দেশে। এর মধ্যে রয়েছে এভারেস্ট। এখানে দ্রুত আবহাওয়ার পরিবর্তন ঘটে যায়।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।