ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারির প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। শনিবার তিনি এই প্রস্তাবে অনুমোদন দেন।

খবর রয়টার্স।  

শীতকালীন ঝড়ে রাজ্যে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। বন্যা দেখা দিয়েছে, বিদ্যুৎ বিভ্রাট ও ভূমিধ্বস হয়েছে। লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। অনেক সড়ক বন্ধ রয়েছে।  

এই দুর্যোগ ঘিরেই রাজ্যে জরুরি অবস্থা জারির প্রস্তাবে অনুমোদন দিলেন বাইডেন।  

হোয়াইট হাউজ এক বিবৃতিতে  জানিয়েছে, রাজ্য, উপজাতি ও স্থানীয় পুনরুদ্ধারের প্রচেষ্টা তীব্র শীতকালীন ঝড়, বন্যা, ভূমিধসের কারণে ব্যাহত হয়েছে। বাইডেন ফেডারেলকে এসব অঞ্চলে সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মার্সেড, স্যাক্রামেন্টো ও সান্তা ক্রুজ কাউন্টিতে ক্ষতিগ্রস্তরা সহায়তা পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
আরএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।