ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অযোধ্যার আলোচিত জমির রায়ে খুশি ভারতের রাজনৈতিক দলগুলো

কলকাতা করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০
অযোধ্যার আলোচিত জমির রায়ে খুশি ভারতের রাজনৈতিক দলগুলো

কলকাতা: অযোধ্যার আলোচিত জমি সংক্রান্ত মামলার রায় পেছানোর প্রস্তাব সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ায় খুশি হয়েছে ভারতের সব রাজনৈতিক দল।

এ রায় ঘোষণার পর ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতারা ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।



অখিল ভারতীয় হিন্দু মহাসভার পক্ষে রঞ্জনা অগ্নিহোত্রি মঙ্গলবার রাতে বাংলানিউজকে বলেন, ‘সুপ্রিম কোর্টের এই রায়ে তারা খুশি। ’

ভারতের মুসলিম ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফারিয়া গিলানি জানান, ‘সুপ্রিম কোর্টের রায় কেবল তাদের পক্ষেই গেছে তা নয়, এ রায় খুশি করবে সবাইকে। ’

এ বিষয়ে বিশ্ব হিন্দু পরিষেদের প্রধান অশোক সিঙ্ঘল বলেন, ‘সুপ্রিম কোর্ট সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ’

ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘অযোধ্যার মামলার রায় যাই হোক না কেন, আইনের ক্ষেত্রে কোনো দেরি হওয়া ঠিক নয়। ’

এ প্রসঙ্গে ভারতের আইনমন্ত্রী ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের পক্ষে বলেন, ‘সুপ্রিম কোর্ট এ মামলার রায় দেওয়ার অর্থ হল আইনকে শ্রদ্ধা করা, সম্মান জানানো। ’

ভারতীয় সময়: ২৩০০ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।