ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে শীতল শহরে এখন তাপমাত্রা কত?

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
বিশ্বের সবচেয়ে শীতল শহরে এখন তাপমাত্রা কত?

বিশ্বের সবচেয়ে শীতল শহরে তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে অর্থাৎ ৫৮ ডিগ্রি ফারেনহাইট।

পশ্চিম সাইবেরিয়ার এই শহরের নাম ইয়াকুটস্ক।

এই শহরে জানুয়ারি সবচেয়ে শীতল মাস। এখানকার বাসিন্দারা নিজেদের উষ্ণ রাখতে বাড়তি সতর্কতা নেয়।  

এই শহরের এক বাসিন্দা রয়টার্সকে বলেন, এর সঙ্গে যুদ্ধ করা যায় না। হয় আপনাকে মানিয় নিতে হবে, সেই অনুযায়ী পোশাক পরতে হবে নয়তো ভুগতে হবে।  

স্থানীয় একটি বাজারের মাছ বিক্রেতা বলেন, গরম পোশাক পরতে হবে। স্তরে স্তরে। বাঁধাকপির মতো।  

২০১৮ সাল ছিল বেশ ঠান্ডার বছর। কিছু বাসিন্দা বলেন, তাদের চোখের পাপড়ি জমে গিয়েছিল।  

প্রায় ১০ লাখ বাসিন্দার শহর ইয়াকুটস্কে শীত ভয়াবহ হয়ে উঠতে পারে। এমনকি রাশিয়ার মানদণ্ডেও।  

গেল জুলাইয়ে শহরটি আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রে আসে, যখন কাছের একটি বনে আগুন লাগে এবং পাতলা ধোঁয়ায় অঞ্চলটি ঢেকে যায়।  

অগ্নিকাণ্ডের পরিমাণ বেড়ে সাইবেরিয়ান আর্কটিকে জলবায়ু বিপর্যয়ের বিষয়ে বিজ্ঞানীরা গভীর উদ্বেগ জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
আরএউইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।