ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অভিশপ্ত সেই উড়োজাহাজে শেষ সেলফি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
অভিশপ্ত সেই উড়োজাহাজে শেষ সেলফি

মস্কোর ট্রাভেল ব্লগার এলেনা বানদুরো। ৩৩ বছর বয়সী এই নারী যাত্রী ছিলেন নেপালে বিধ্বস্ত হওয়া সেই প্লেনে।

পোখারায় নামার আগেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি আপলোড করেন।  

প্লেনেই তোলা সেই সেলফির সঙ্গে বানদুরো লেখেন, নেপাল যাচ্ছি। হয়তো ভেবেছিলেন, ঘোরার অভিজ্ঞতা তিনি অন্যদের সঙ্গে ভাগ করে নেবেন। আনন্দে ভরে উঠে তার মন। কিন্তু নেপালের মাটি স্পর্শ করার আগেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল অনেকের।

বেড়াতে ভালোবাসতেন রাশিয়ার ওই নারী। সেই বেড়ানোর টানেই তিনি পোখারায় যাচ্ছিলেন। কিন্তু সব শেষ হয়ে গেল। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে তার পরিবারকে সমবেদনা জানিয়ে দেওয়া নানা শোকবার্তায়।

নেপালে থাকা রাশিয়ান রাষ্ট্রদূত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানিয়েছেন, দুর্ভাগ্যবশত চারজন রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। নেপাল সরকারের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি। মৃত রাশিয়ানদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

সব মিলিয়ে মারা গেছেন ১৫জন বিদেশি। পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের ফ্লাইটটি। কাস্কি জেলার কাছে সেটি ভেঙে পড়ে। ওড়ার ২০ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে উড়োজাহাজটি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।