ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্ত

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৪

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছেই একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন।

বুধবার বিবিসি জানিয়েছে, এই দুর্ঘটনায় এক শিশুও মারা গেছে। এই ঘটনায় ১১ শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।  

প্রথমে বিবিসি ১৬ ও পরে ১৮ জনের মৃত্যুর খবর জানালেও পরে সংশোধনী দিয়ে ১৪ জন করে।

মন্ত্রী দেনিস মোনাসতিরস্কি ছাড়াও আরও আটজন ওই হেলিকপ্টারে ছিলেন। তার প্রধান সহকারী মন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবও মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। হেলিকপ্টারটি শহরতলী ব্রোভারিতে এসে বিধ্বস্ত হয়।

৪২ বছর বয়সী এই মন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্ত্রিসভার বিশিষ্ট একজন সদস্য। ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে জনগণকে জানাতে অন্যতম ভূমিকা পালন করেন।  

ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইহর ক্লিমেনকো ফেসবুকে জানিয়েছেন, হেলিকপ্টারটি রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের।  

কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকসিই কুলেবা বলেন, এই দুর্ঘটনায় ১৪ জন মারা গেছেন। ২৫ জন আহত হয়েছেন।  

কিন্ডারগার্টেনের পাশেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। স্কুলভবন থেকে শিশু ও অন্যান্যনের সরিয়ে নেওয়া হয়। একটি জলন্ত ভবনের বাইরে হেলিকপ্টারটির ভাঙা অংশ পড়ে থাকতে দেখা যায়।  

দুর্ঘটনার সময় অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি আবাসিক ভবনের কাছে থাকা কিন্ডারগার্টেনে আঘাত হানে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।