ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

১৫ লাখ সেনা দরকার রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
১৫ লাখ সেনা দরকার রাশিয়ার

রাশিয়ার বর্তমান সেনা সংখ্যা ১৫ লাখে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে মস্কো। ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি ওয়ার শুরু করার কারণে রাশিয়া তার নিজের নিরাপত্তার জন্য সেনা সংখ্যা বাড়ানোর এ পরিকল্পনা করছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটিই জানিয়েছেন।

তিনি জানান, গত ডিসেম্বরে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা সংখ্যা বাড়ানোর এ প্রস্তাব দিয়েছে।

এ খবর জানিয়েছে ব্লুমবার্গ

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সাংবাদিকদের দিমিত্রি পেসকভ বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে পরোক্ষভাবে সামরিক সংঘাতে জড়িত, তারা যুদ্ধ চালাচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক দিয়ে। এ অবস্থায় দেশের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। সুনির্দিষ্ট লক্ষ্যগুলো অর্জনের জন্য এ নিয়ে এখন কাজ চলছে।

২১ ডিসেম্বরের গুরুত্বপূর্ণ বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সক্রিয় সেনা সংখ্যা ১৫ লাখে উন্নীত করার প্রস্তাব দেন। ওই বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন।

প্রতিরক্ষামন্ত্রী জানান, এ মুহূর্তে দেশে প্রায় ছয় লাখ ৯৫ হাজার সেনা ও অফিসার নিয়োগ রয়েছে, বাকি সেনা নতুন করে নিয়োগ দিতে হবে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশের সেনা সংখ্যা বাড়ানোর এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে ২০২৩ থেকে ২৬ সালের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।