ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সরকারি চাকরির ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
সরকারি চাকরির ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন মোদি নরেন্দ মোদি

ভারতে সরকারি চাকরির জন্য নির্বাচিতদের মধ্যে ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

শুক্রবার ভার্চ্যুয়াল এক এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব নিয়োগপত্র বিতরণের কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর দফতরের বরাতে এই তথ্য জানিয়েছে এএনআই।  

নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে সরকারি চাকরিতে নির্বাচিতদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে এই ভার্চ্যুয়াল অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।
 
জুনিয়র ইঞ্জিনিয়ার, লোকো পাইলট, টেকনিশিয়ানস, ইন্সপেক্টরস, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্টেন্টস, গ্রামীণ ডাক সেবক, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, শিক্ষক, নার্স, চিকিৎসক ও সামাজিক নিরাপত্তা অফিসারের মতো আরও পদে নির্বাচিতদের নিয়োগ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।