ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বুরসার আকাশে ‘মেঘের ইউএফও’!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
বুরসার আকাশে ‘মেঘের ইউএফও’!

তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বুরসার আকাশে বিরল মেঘের গঠন দেখা গেছে। স্থানীয় লোকজন সেটিকে ‘মেঘের ইউএফও’ (আনআইডেন্টিফাইড ফ্লায়িং অবজেক্ট) আখ্যা দিয়েছেন।

গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকালে বুরসার আকাশে মেঘের ইউএফওটি দেখা যায়। স্থানীয় লোকজন ওই মেঘের ভিডিও-ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। গণমাধ্যমেও ঘটনাটি নিয়ে প্রতিবেদন হয়েছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, এ ধরনের গোল মেঘ ‘লেন্টিকুলার মেঘ’ নামে পরিচিত। সাধারণত সূর্যোদয়ের সময় এমন মেঘ দেখা যায়। বুরসায় যখন মেঘটি দেখা গেছে, তখনও সূর্যোদয়ের সময় ছিল। বৃত্তকার মেঘের গঠনটি অনেকটা ঢেউয়ের মতো।

তুরস্কের আবহওয়া পরিষেবা জানিয়েছে, বায়ুমণ্ডল আদ্র হলে লেন্টিকুলার মেঘ দেখা যেতে পারে। যেদিন এমন মেঘ দেখা যায়, তার পরদিন বৃষ্টির সম্ভাবনা থাকে।

সাধারণত পার্বত্য এলাকাগুলোয় বিরল এ প্রাকৃতিক দৃশ্যের দেখা মেলে। তুরস্কের শহর বুরসা মারমারা সাগরের নিকটবর্তী। সাগরের প্রায় আড়াই হাজার মিটার উচ্চতার পর্বত উলুদাগের পাদদেশে শহরটি অবস্থিত। ফলে এমন মেঘ জমার সম্ভাবনা সবসময়ই থাকে এখানে।

আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, পার্বত্য এলাকায় বায়ুপ্রবাহ বাধাগ্রস্ত হলে একই স্থানে ঘুরতে থাকে। এ সময় বিশেষ মেঘ সৃষ্টি হয়। বায়ুর অংশবিশেষ উপরের দিকে উঠে গিয়ে শীতল হলে মেঘের পুরো গঠন বোঝা যায়।

লেন্টিকুলার মেঘ দেখতে স্থির মনে হয়। কিন্তু তা নয়, এর ভেরত দিয়ে বাতাস প্রবাহিত হতে থাকে। বাতাস বন্ধ হয়ে গেলে মেঘের ভেতর উষ্ণ ও শুষ্ক হয়ে যায়। ফলে মেঘ আর ঘনীভূত অবস্থায় থাকে না। বিলীন হয়ে যায়।

সূত্র: ডেইলি স্টার ইউকে

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ