ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় বেশ কয়েকটি ওষুধের ঘাটতি, জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
রাশিয়ায় বেশ কয়েকটি ওষুধের ঘাটতি, জানালেন পুতিন ভ্লাদিমির পুতিন

যুদ্ধ নিয়ে পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়াকে নিজস্ব ওষুধের উৎপাদন বাড়াতে হয়েছে। এর মধ্যেই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ায় বেশ কয়েকটি ওষুধের ঘাটতি রয়েছে।

   

কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে পুতিন বলেন, বেশ কিছু ওষুধের ঘাটতি রয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে, ফার্মাসিওটিক্যালস পণ্য গেল বছরের প্রথম ত্রৈমাসিকে ২২ শতাংশ বেড়েছে।  

তিনি বলেন, বাজারে ৬০ শতাংশ ওষুধই দেশীয়, তবুও কিছু ওষুধে ঘাটতি তৈরি হয়েছে এবং দাম বেড়েছে।  

ব্যবস্থাপত্রের ওষুধসমূহ দুই দেশের আরোপিত নিষেধাজ্ঞার আওতামুক্ত। তবে এসব ওষুধ রাশিয়ায় ঠিকভাবে পাঠানো যাচ্ছে না।  পরিবহন সংকট, বিমা ও শুল্ক বাধাসহ যুদ্ধের কারণে দেওয়া নানা বিধিনিষেধে এসব ওষুধ পাঠানোর অন্তরায়। এই খাতের পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।